• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৫১:৩৪ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৫১:৩৪ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঝালকাঠিতে বাস দুর্ঘটনা: চালকসহ ৩ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

২৪ জুলাই ২০২৩ দুপুর ০২:৩৪:০৪

ঝালকাঠিতে বাস দুর্ঘটনা: চালকসহ ৩ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির ছত্রকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ১৭ জন নিহতে ঘটনায় চালকসহ ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে পুলিশ।

২৩ জুলাই রোববার দিবাগত রাত সাড়ে ১১টায় ঝালকাঠি সদর থানার এসআই সুশংকর বাদী হয়ে সড়ক পরিবহন আইনে এ মামলা দায়ের করা হয়। মামলা নং ১৪। মামলার আসামিরা পলাতক রয়েছে।

মামলার আসামীরা হলো- বাসের চালক মোহন (৪০), সুপারভাইজার মিজান (৩০) ও সহকারী আকাশ (১৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার মো.আফরুজুল হক টুটুল।

মো.আফরুজুল হক টুটুল জানান, নিহত বা আহতদের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা না করায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

গত শনিবার সকাল সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারিয়া থেকে বরিশাল যাওয়ার পথে ঝালকাঠির গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে পানিতে পড়ে গিয়ে ১৭ জন নিহত হয়। এদের মধ্যে ৮ জন নারী, ৬ জন পুরুষ ও ৩ জন শিশু। এ ঘটনায় আরও ৩৫ জন আহত হয়েছে। এদিকে দুর্ঘটনার কারণ উদঘাটনে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন শিবলিকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
১০ মে ২০২৪ সকাল ০৮:১৪:১০