• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে শ্রাবণ ১৪৩২ রাত ০২:১৯:০৪ (08-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে শ্রাবণ ১৪৩২ রাত ০২:১৯:০৪ (08-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নারায়ণগঞ্জ যানজট ও নাগরিক সমস্যা নিয়ে সচিবের সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময়

৭ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৫৩:৩৭

নারায়ণগঞ্জ যানজট ও নাগরিক সমস্যা নিয়ে সচিবের সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময়

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ যানজট, জলাবদ্ধতা এবং বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে নারায়ণগঞ্জের সচিব (উপসচিব) মো. নূর কুতুবুল আলমের সঙ্গে মতবিনিময় করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

৭ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টায় দলটির নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, শহরের যানজট এখন মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। এই বিষয়ে আমরা বিভিন্ন মহলে বারবার আলোচনা করলেও কোনো সুরাহা হয়নি। তিনি বলেন, বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতাও একটি পুরোনো সমস্যা। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যাগুলো সমাধানে ব্যবস্থা নেবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সেক্রেটারি মুহাম্মাদ সুলতান মাহমুদ নাগরিকদের বিভিন্ন সেবা সহজ করার আহ্বান জানান। তিনি বলেন, ওয়ার্ড কাউন্সিলর না থাকায় বর্তমানে অনলাইন জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধন, জাতীয় সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স ইত্যাদি সেবা পেতে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। তিনি এই সেবাগুলো দ্রুত ও সহজে পাওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম মুন্সী, নগর অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মুহা. শফিকুর রহমান প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









নারায়ণগঞ্জ আরও ৪ জন ডেঙ্গু আক্রান্ত
৭ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:০২:৫০