• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই ফাল্গুন ১৪৩১ সকাল ০৭:০৩:০৮ (18-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই ফাল্গুন ১৪৩১ সকাল ০৭:০৩:০৮ (18-Feb-2025)
  • - ৩৩° সে:

সংস্কারের আগে নির্বাচন দিলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: মুফতি ফয়জুল করিম

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সংস্কারের আগে নির্বাচন দিলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। রাজনৈতিক দল হিসেবে আমরা প্রত্যেকেই নির্বাচন চাই, তবে এখনই যদি নির্বাচন দেওয়া হয় তাহলে দেশ আবার সেই আগের অবস্থায় ফিরে যাবে।২৫ জানুয়ারি শনিবার নারায়ণগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণার সম্মেলনে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, আমরা আন্দোলন-সংগ্রাম করেছি, সমাজের প্রত্যেকটি জায়গা থেকে বৈষম্য দূর করার জন্য প্রত্যেকে যাতে তার ন্যায়সঙ্গত অধিকার পায়, ন্যায্য অধিকার পায়।সরকারের ভ্যাট-ট্যাক্স বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ভ্যাট-ট্যাক্স বাড়ানোর চেষ্টা না করে বরং কমানো চেষ্টা করুন। চুরি, ঘুষ, ব্যবসায়ী সিন্ডিকেট বন্ধ করলে দ্রব্যমূল্য এমনিতেই কমে যাবে। শক্ত হাতে দেশ পরিচালনা করতে হবে, এনজিও কায়দায় কথা বলে দেশ পরিচালনা করা যায় না।তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আপনার আজ মুক্তভাবে রাজনীতি করতে পারছেন। রক্ত এখনো  শুকিয়ে যায়নি। অনেকে হাসপাতালে আছে, তাদের অবদান ভুলে গেছেন।সম্মেলনে মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, ঢাকা বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মুহাম্মাদ মাসুম বিল্লাহ, সেক্রেটারী মুহাম্মদ সুলতান প্রমুখ।