• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আশ্বিন ১৪৩১ রাত ০৯:৫৭:৪০ (05-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২০শে আশ্বিন ১৪৩১ রাত ০৯:৫৭:৪০ (05-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙামাটির বরকলে বজ্রাঘাতে আহত ৩

১ জুন ২০২৩ সন্ধ্যা ০৬:০৬:১০

রাঙামাটির বরকলে বজ্রাঘাতে আহত ৩

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বরকলে বজ্রপাতে ৩ জন আহত হয়েছেন। ৩১ মে বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় এ দূর্ঘটনা ঘটে।

আহতেরা হলেন, আনসার ভিডিপি সদস্য মো. সুলতান (৫৭), মো. হেলাল উদ্দিন (৪২), মোছা. পারভীন আক্তার (৬০)। তারা সকলেই উপজেলার ভূষণছড়া এলাকার বাসিন্দা।

আহত সুলতানের ছেলে জাকির হোসেন জানিয়েছেন, বিকেলের পর থেকেই বজ্রপাত শুরু হলে তার বাবাসহ গ্রামের আরও কয়েকজন বাড়ির পাশে একটি চায়ের দোকানে আশ্রয় নেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় বিকট শব্দের বজ্রপাত হয় ঐ চা দোকানের পাশেই। এতে ঘটনাস্থলেই একটি গরু  মারা যায়। এসময় বজ্রপাতের আহত হন দোকানে থাকা ৩ জন।

আহত সুলতানের স্বজন জাকির হোসেন জানিয়েছেন, ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের ভর্তি করা হয়েছে ।

এদিকে, স্থানীয়রা জানিয়েছে বজ্রপাতের ফলে বিভিন্ন এলাকায় অনেক বাড়িতেই সোলার সিস্টেমসহ ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বড়লেখায় ২ দিন ধরে কিশোর নিখোঁজ
৫ অক্টোবর ২০২৪ রাত ০৮:১২:০৩