• ঢাকা
  • |
  • শনিবার ২রা ফাল্গুন ১৪৩১ রাত ০৩:১২:১৩ (15-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২রা ফাল্গুন ১৪৩১ রাত ০৩:১২:১৩ (15-Feb-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

ভেজাল গুড়ের কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ৩ লক্ষ ৬৫ হাজার জরিমানা

২৪ জানুয়ারী ২০২৫ সকাল ১০:৫৩:৫৫

ভেজাল গুড়ের কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ৩ লক্ষ ৬৫ হাজার জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া (দক্ষিণ) প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের বাজার এলাকায় একটি ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়ে দেড় লক্ষ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় অনুমোদনবিহীন, অস্বাস্থ্যকর ও ভেজাল দ্রব্য দিয়ে খাদ্য পণ্য তৈরির কারণে একটি বেকারীকে আরো দেড় লক্ষ টাকা এবং বিএসটিআই কর্তৃপক্ষ ভোক্তা অধিকার আইন ২০১৮ অনুযায়ী আরো ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

২৩ জানুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত উজানচর এলাকায় জনৈক খোকন মিয়ার ভেজাল গুড় কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নজরুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন। সাথে ছিলো ভোক্তা অধিকারের কুমিল্লা অঞ্চলের প্রতিনিধি আমিনুল ইসলাম সহ স্থানীয় বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গুড়ের কারখানার মালিক উজানচর এলাকার খোকন মিয়া ১২-১৫ বছর ধরে ভেজাল গুড় উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত। ওই কারখানায় ফিটকিরি, কাপড়ের রং, হাইড্রোজ, কোরিয়ান এক ধরনের আঠা, ময়দা, ঘন চিনিসহ বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে আখের গুড় তৈরি করা হতো। যা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর।

এ সময় অনুমোদনহীন ভেজাল গুড় উৎপাদন, মজুদ ও বাজারজাতকরণের দায়ে কারখানার মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, শফিকুল ইসলাম নামে সাইনবোর্ড বিহীন একটি বেকারির মালিককে দেড় লক্ষ টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়াও বিমল চন্দ্র ও বিপ্লব নামে দুটি নিমকির কারখানায় পুরনো পুড়া তেল ও ভেজাল দ্রব্য দিয়ে খাদ্যপণ্য তৈরির কারণে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। সরেজমিনে ভেজালের সত্যতা পাওয়া যায়। এসময় উক্ত কারখানাগুলো উপযুক্ত পরিবেশ নিশ্চিত ও যথাযথ লাইসেন্স না নেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিশ্ব বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
১৪ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:২৬:৫৫

চট্টগ্রামে ‘মাইক্লো বাংলাদেশ’র যাত্রা শুরু
১৪ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:২৩:০৪


মেহেরপুরে অপারেশন ডেভিল হান্টে আটক ৩
১৪ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:০৩:০২


আরব আমিরাত সফর শেষে দেশে ফিরলেন ড. ইউনূস
১৪ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:১৫:৫৭