• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০১:৪৬:১০ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০১:৪৬:১০ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মে দিবসে শ্রমিকদের ছুটি না দেয়ার অভিযোগ

২ মে ২০২৩ দুপুর ০১:৫১:৫৫

মে দিবসে শ্রমিকদের ছুটি না দেয়ার অভিযোগ

মো. আনোয়ার হোসেন, শিবালয়  (মানিকগঞ্জ)  প্রতিনিধি: সারাদেশের শ্রমিকেরা আন্তজার্তিক মে দিবস দিবস পালনের সুযোগ পেলেও মানিকগঞ্জে মে দিবস মানছে না আফতাব মেগা ফিড কোম্পানী। ১ মে শ্রমিকদের ছুটি না জোর করে কাজ করিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে এ কোম্পানির বিরুদ্ধে।

জানা যায়, সাধারণ কর্মদিবসেও এ কোম্পানির  শ্রমিকদের গড়ে প্রতিদিন প্রায় ১২ ঘণ্টা শ্রম দিতে হয়। বিপরীতে মজুরী দেয়া হয় সামান্যই, যাতে মানবেতর জীবনযাপন করছে শ্রমিকরা।

নাম প্রকাশ না করার শর্তে কর্মরত এক শ্রমিক বলেন, আমরা সরকারি কোন ছুটি পাই না। প্রতিদিন ১২ ঘন্টা ডিউটি করলে ৩৬০ টাকা হাজিরা পাই। কাজ করলে বেতন আছে, কাজ না করলে নাই।  শ্রমিক হিসেবে সরকারি নিয়মে যে বোনাস,ভাতা ,সরকারি ছুটি ভোগ করার কথা তা থেকে আমরা বঞ্চিত। শ্রমিক হিসেবে আমরা এখন অবহেলিত, আমাদের দিকে কেউ তাকায় না।

অভিযোগের বিষয়ে আফতাব মেগা ফিডের প্রশাসনিক কর্মকর্তা মো. আসলাম হোসেনের সাথে এ ব্যাপারে জিজ্ঞাস করা হয়। তিনি জানান, আমরা শ্রমিক দিবসে কাউকে জোর করে কাজ করাই না। যার খুশি সে কাজ করছে। আমাদের কোম্পানির শ্রমিকরা বেতন, ভাতা, বোনাস এবং সরকারি ছুটিসহ সকল সুবিধাই ভোগ করে।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪