• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আশ্বিন ১৪৩১ রাত ০৯:৪৮:২২ (05-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২০শে আশ্বিন ১৪৩১ রাত ০৯:৪৮:২২ (05-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানিকগঞ্জে সেলফি পরিবহনের ধাক্কায় নিহত ১, গুরুতর আহত এক নারী

১৩ জুলাই ২০২৪ সকাল ০৯:৫৫:২৪

মানিকগঞ্জে সেলফি পরিবহনের ধাক্কায় নিহত ১, গুরুতর আহত এক নারী

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী এলাকার ঢাকা-আরিচা মহাসড়ক অতিক্রমের সময় সেলফি বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এ সময় অপর এক পথচারী গুরুতর আহত হন।

১২ জুলাই শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট উথলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহতদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ ।

এদিকে সড়ক দুর্ঘটনায় নিহতের প্রতিবাদে সেলফি পরিবহন আটকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা অভিযোগ করে বলেন, সেলফি পরিবহন বেপরোয়া গতিতে পাল্লা দিয়ে চলে এবং অদক্ষ ড্রাইভার দ্বারা পরিচালিত হওয়ায় প্রতিনিয়ত এ রোডে দুর্ঘটনায় প্রাণ ঝড়ছে ও শত-শত মানুষ পঙ্গুত্ব বরণ করছে। সেলফি পরিবহন চলাচলে নিষেধাজ্ঞা দাবি করেন বিক্ষুদ্ধ জনতা।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, একজন নারী ও একজন পুরুষ পথচারী রাস্তার দক্ষিণ পাশ ঘেঁষে উথলী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় রাজধানী ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা সেলফি পরিবহনের একটি বাস দ্রুত গতিতে পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এর ফলে রাস্তার পাশে পড়ে যান ওই দুই পথচারী। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। মানিকগঞ্জ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আহত পুরুষ ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বরংগাঈল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম জানান, আশংকাজনক আহত দুই পথচারীকে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে অ্যাম্বুলেন্সে মারা যান একজন। ঘাতক বাসটি চিহ্নিত করা হয়েছে এবং সেটি আটকের চেষ্টা চলছে। তবে নিহত পুরুষ ও গুরুতর আহত নারী পথচারীর নাম ঠিকানা জানা জায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বড়লেখায় ২ দিন ধরে কিশোর নিখোঁজ
৫ অক্টোবর ২০২৪ রাত ০৮:১২:০৩