• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৯:৪১:২৫ (21-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৯:৪১:২৫ (21-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

পঞ্চগড়ে বিলুপ্ত প্রজাতির মদনটাক পাখি উদ্ধার

১ মে ২০২৪ সকাল ০৯:০৮:৩৪

পঞ্চগড়ে বিলুপ্ত প্রজাতির মদনটাক পাখি উদ্ধার

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড়ে বিলুপ্ত প্রজাতির মদনটাক পাখি উদ্ধার করেছে বন বিভাগের সদস্যরা।

৩০ এপ্রিল মঙ্গলবার দুপুরে পঞ্চগড় বোদা পৌরসভার কলাপাড়া এলাকার বাঁশঝাড় থেকে পাখিটিকে উদ্ধার করেন স্থানীয় যুবক সাকির ইসলাম। তীব্র গরমের মাঝে আকাশে উড়তে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল পাখিটি। উদ্ধারের পর বাড়িতে নিয়ে শরবত পানি ও স্যালাইনসহ বিভিন্ন খাবার খাইয়ে পাখিটিকে কিছুটা সুস্থ করে সে। পরে খবর পেয়ে বন বিভাগের সদস্যরা নিজদের হেফাযতে নেয় মদনটাক পাখিটিকে।

এদিকে বিলুপ্ত প্রজাতির এই মদনটাক পাখি উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে পাখিটিকে দেখতে ওই বাড়িতে ভিড় জমাতে শুরু করে এলাকাবাসী।

পাখিটিকে উদ্ধার করা যুবক সাকির ইসলাম বলেন, আমি বাদাম খেতে কাজ করছিলাম। এ সময় খেতের পাশের জমিতে থাকা বাঁশ ঝাড়ে উপর থেকে একটা কিছু পড়ার শব্দ শুনতে পাই। পরে সেখানে গিয়ে পাখিটিকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে শরবত পানি ও স্যালাইনসহ অন্যান্য খাবার খাওয়াই। এর কিছু সময় পর পাখিটা কিছুটা সুস্থ হয়ে উঠে। এদিকে খবর পেয়ে বন বিভাগের লোজন এসে পাখিটিকে নিয়ে গেছে। জানতে পেরেছি, এটি বিলুপ্ত প্রজাতির মদনটাক পাখি।

উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল করিম জানান, ওই যুবকের বাড়িতে গিয়ে পাখিটিকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। সুস্থ হয়ে উঠলে আবাও খোলা আকাশে তাকে অবমুক্ত করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ভোট দিয়ে বাড়ি ফেরা হলো না মফিজ মিয়ার
২১ মে ২০২৪ সন্ধ্যা ০৭:০১:০২


নওগাঁয় বিশ্ব মেডিটেশন দিবস পালন
২১ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪১:১২