• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:২৭:০৮ (06-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:২৭:০৮ (06-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যশোরে আবারও যুবক খুন

২৮ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:৪৬:০৪

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যশোরে আবারও যুবক খুন

যশোর প্রতিনিধি: খুনের নগরে পরিণত হয়েছে যশোর। প্রতিনিয়ত খুন এখন নিত্য নৈমত্তিক ব্যাপার। এবার যশোর শহরতলীর শংকরপুর বটতলা মসজিদ সংলগ্ন এলাকায় সন্ত্রাসী ও মাদককারবারি সাব্বির মোবাইল ফোনে ডেকে এনে আকাশকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করেছে।

জানা যায়, হত্যা মিশনে সাব্বির ও তানভিরসহ অন্তত ১০/১২ সন্ত্রাসী অংশ নেয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই প্রাণ হারান আকাশ।

এরআগে, ফেসবুকে একটি পোস্টে কমেন্ট করা নিয়ে তানভির আকাশকে হোয়াটাসঅ্যাপে ফোন করে সাফ জানিয়ে দেয় আমার হাতে তোর মৃত্যু হবে। এসব অভিযোগ নিহতের স্ত্রীর। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এই খুনের ঘটনা ঘটে।

নিহত আকাশ ওই এলাকার তোতা মিয়ার ছেলে। নিহতের স্ত্রী, মা ও ভাই-বোনেরা সাব্বির ও তানভিরকে অভিযুক্ত করে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন। অভিযুক্ত সাব্বির-তানভির একই এলাকায় বসবাস করে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, নিহত যুবক আকাশকে মঙ্গলবার দিবাগত রাত ১ টা ৩৫ মিনিটে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নীরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের গলায় বার্মিজ চাকু ঢুকিয়ে দেয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। যে কারণে দ্রুতই প্রাণ হারিয়েছেন আকাশ।

এদিকে, নিহতের স্বজনদের বুকফাটা কান্না আর আহাজারীতে হাসপাতাল ক্যাম্পাস পরিবেশ ভারী হয়ে উঠেছে। তারা সাব্বির-তানভিরসহ বেশ কয়েকজন চিহিৃত সন্ত্রাসী, মাদক ও অস্ত্র কারবারির নাম প্রকাশ করেছেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে ঘটনার সাথে জড়িতদের নাম-পরিচয় জেনে অভিযানে মাঠে নেমেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খুনিদের গ্রেফতার করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।

বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। আসামিদের আটকের জন্য পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কটিয়াদীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক
৫ ডিসেম্বর ২০২৪ রাত ০৯:১৩:৩০

সিলেটে ভারতীয় চিনিসহ আটক ৩
৫ ডিসেম্বর ২০২৪ রাত ০৮:১২:৪২

সিলেটে রয়েল এনফিল্ডসহ কোটি টাকার পণ্য জব্দ
৫ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৮:২৭

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৫ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩১:০২


সিকৃবিতে গাঁজা সেবনকালে ছাত্রলীগ নেতাসহ আটক ৩
৫ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৬:০৩