• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ১১:৫৬:০৮ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

রায়পুর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার, সম্পাদক সুমন

১৫ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:৩৫:৫৫

সংবাদ ছবি
“রায়পুর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালী ও সাধারণ সম্পাদক এম. আর সুমন”

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে আনোয়ার হোসেন ঢালী সভাপতি (আমাদের সময়) ও এম. আর সুমন (ইত্তেফাক) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

Ad

১৫ জানুয়ারি সোমবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এর আগে বেলা ৩টার দিকে ঘন্টাব্যাপী ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। ভোটার ছিলেন ২২ জন।

Ad
Ad

দ্বিবার্ষিক এ নির্বাচন শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।

কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন- সহ-সভাপতি তাবারক হোসেন আজাদ (যুগান্তর ), মিজানুর রহমান মোল্ল্যা (সমকাল), যুগ্ম-সম্পাদক হারুনুর রশিদ (আমার সংবাদ), সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন সজিব (ভোরের পাতা), কোষাধ্যক্ষ মিজানুর রহমান মঞ্জু (খোলা কাগজ )।

নির্বাহী সদস্যরা হলেন- কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ (আমার কাগজ), মো. মাহবুবুল আলম মিন্টু (আজকের পত্রিকা ), মোঃ মোস্তফা কামাল (খবরপত্র), মূহাম্মদ কামাল উদ্দিন (নয়াদিগন্ত) ও মুকুল পাটওয়ারী (যায়যায়দিন)।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, পৌর মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট, সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, সরকারি কলেজের অধ্যক্ষ আমানত হোসেন দিদার, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিন ফারুক মজুমদার প্রমুখ।

নবনির্বাচিত সম্পাদক এম. আর সুমন বলেন, ‘সাংবাদিকতার মান উন্নয়ন, প্রেস ক্লাবের স্থায়ী ভবন নির্মাণসহ পরিকল্পিত উন্নয়নে আমরা সবাইকে নিয়ে কাজ করে যাবো।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৮:০৪

সংবাদ ছবি
খোকসায় তিনটি আগ্নেয় অস্ত্র উদ্ধার
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২২:২৩



সংবাদ ছবি
ঢাকা ৩ আসনে অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম’র গণমিছিল
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:৫১


Follow Us