• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৬:৪৭ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৬:৪৭ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুরে বিপুল পরিমাণের মদসহ ২ মাদক কারবারি আটক

২০ নভেম্বর ২০২৩ সকাল ১০:০৫:৩৭

গাজীপুরে বিপুল পরিমাণের মদসহ ২ মাদক কারবারি আটক

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে বিপুল পরিমাণির বিদেশি মদসহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

তারা হলেন, জেলার শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মৃত পলু শেখের ছেলে হাসিবুল শেখ ও একই এলাকার বিদ্যুৎ চন্দ্র শাহার ছেলে প্রদীপ শাহা।

১৯ নভেম্বর রোববার বিকালে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

এসময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. দেলোওয়ার হোসেন ও পরিদর্শক লুৎফর কবিরের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালায়।

এ সময় একটি বাড়িতে বিপুল পরিমাণের মদ রয়েছে বলে সন্দান পায়। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়।

পরে তাদের দেয়া তথ্য মতে, ঘরের ভেতর থেকে ১২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, মদের বোতলগুলো দেশের বর্ডার এলাকা থেকে এসেছে। এখন কারা কীভাবে এনেছে সেই তথ্য বের করতেও কাজ করছে পুলিশ।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সদ্য পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রবিউল ইসলাম প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভোলায় ৫ দফা দাবিতে মানববন্ধন
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৫:৫৫:৪২