• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ বিকাল ০৫:০১:২৫ (17-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ বিকাল ০৫:০১:২৫ (17-May-2024)
  • - ৩৩° সে:

প্রার্থিতা ফিরে পেলেন ডলি সায়ন্তনী-হিরো আলম

বিনোদন ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এবং কন্ঠ শিল্পী ডলি সায়ন্তনী।রোববার (১০ ডিসেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় দিয়েছেন।এর আগে বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন হিরো আলম। যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় গত ৩ ডিসেম্বর তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।গণমাধ্যমে আপিলের পর প্রার্থিতা ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছিলেন হিরো আলম। তিনি বলেছিলেন, খুব বেশি ভুল ন, ছোটখাটো ভুল হয়েছে। আপিলে ইসি থেকে প্রার্থিতা ফেরত পাব বলে আশা করছি।অন্যদিকে, পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী হয়েছিলেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। কিন্তু  ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান।রোববার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানিতে তার মনোনয়নও বৈধ ঘোষণা দেওয়া হয়েছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডলি সায়ন্তনী।তিনি বলেন, আলহামদুল্লিাহ, প্রার্থিতা ফিরে পেলাম। এতো দিনে প্রার্থিতা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, এখন সেটা নেই। আমি পাবনার মানুষের কাছাকাছি যেতে চাই। আমি আজকেই ঢাকা থেকে পাবনা উদ্দেশ্যে রওনা হব। আমার জন্য পাবনা-২ এর জনগণ অপেক্ষা করছে।এর আগে, গত ২৯ নভেম্বর বিকেল ৪টার দিকে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজেই উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি ডলি সয়ন্তনী।