রিয়া মনির কারণে ভেঙে গেছে তিনটি সংসার: হিরো আলম
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: আলোচিত ব্যক্তিত্ব হিরো আলম দাবি করেছেন, রিয়া মনির কারণে ভেঙে গেছে তিনটি সংসার।২৬ এপ্রিল শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকায় মিয়া শিশু মেলা পার্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।হিরো আলম বলেন, আমার বাবা মৃত্যুশয্যায় ছিলেন, অথচ আমার স্ত্রী রিয়া মনি বাবার কাছে না গিয়ে ম্যাক্স রাজুর সঙ্গে ডান্স ভিডিও বানিয়েছে। এমন মেয়ের সাথে কি সংসার করা যায়? তাই আমি রিয়া মনিকে তালাক দিয়েছি। রিয়া মনির কারণে শুধু আমার সংসারই নয়, আমার বাবার দেখাশোনা করা মিতির সংসার এবং ম্যাক্স রাজুর স্ত্রী ইতির সংসারও ভেঙে গেছে।এ সময় ম্যাক্স রাজুর স্ত্রী ইতি সাংবাদিকদের বলেন, আমার স্বামীর নাম উচ্চারণ করতেও ঘৃণা লাগে। রিয়া মনিকে ধন্যবাদ জানাই, কারণ সে আমার জীবন থেকে এমন একজন বাজে মানুষকে সরিয়ে দিয়েছে।শনিবার কালিয়াকৈরে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে কোনো ব্যানার ছিল না এবং তেমন কোনো দর্শকও ছিল না।