• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা মাঘ ১৪৩১ বিকাল ০৫:০৩:৩৪ (14-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা মাঘ ১৪৩১ বিকাল ০৫:০৩:৩৪ (14-Jan-2025)
  • - ৩৩° সে:

নাটোরে জমি ভোগ-দখলে বাধা, হত্যাচেষ্টার অভিযোগ

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় জমি ভোগ-দখলে বাধা প্রদান, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।৩১ ডিসেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার পাঁকা ইউনিয়নের মালিগাছা এলাকায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।সংবাদ সম্মেলনে তানজু বেগম, রুমি বেগম, মোছা. তানজু বেগম, মৃদুল, মো. বাদশা, মো. স্বপন আলীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।এসময় ভুক্তভোগী মৌসুমি সরকার বলেন, ১৯৮৬ সালে মৃত আমজাদ আলী সরকারের কাছ থেকে আমার বাবা মৃত জমসেদ আলী সরকার জমি ক্রয় করেন। এরপর ২০১৭ সালে আমার বাবার মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে আমরা ১৬ জন ভোগ করছিলাম। গত ২৯ নভেম্বর সকালে মৃত আমজাদ আলী সরকারের ছেলে ফিরোজ আলম, সামসুল আলম, হাসান আলী, ফেরদৌস আলমসহ ৯০/১০০ জন ভূমি দস্যুদের নিয়ে আমাদের ফলসের জমিতে জোর করে ট্রাক দিয়ে চাষ শুরু করে। এসময় আমরা তাদের বাধা দিতে গেলে আমার বড় ভাই সোহেল রানা, সিদ্দিকুর রহমান, হাবিবুর রহমান, বোন জামাই মৃদুল, বড় বোন তানজু বেগম, রুমি বেগমকে এলোপাথাড়িভাবে মারপিট করে। এসময় আমার বোন মোছা. তানজু বেগম ও মোছা. রুমি বেগমের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যারও চেষ্টা করে তারা। বিষয়টি আমরা থানা পুলিশকে জানিয়েছি। পুলিশ তাদেরকে জমিতে না আসতে নির্দেশ দেন।তিনি আরও বলেন, জমির দলিল আমাদের নামে। আমরা জমিতে গেলে আমাদের ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেবে বলে প্রতিনিয়তই হুমকি দিচ্ছে। এমনকি আমাদের প্রাণনাশেরও হুমকি দিয়েছে। দেশে আইন রয়েছে। আইন-আদালত যে রায় দেবে আমরা তা মেনে নিবো। তবুও অন্যায়ভাবে আমাদের সম্পত্তি কাউকে নিতে দেবো না। সেজন্য আমরা প্রশাসনের সহযোগিতা চাই। তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।অভিযুক্ত মো. ফিরোজ আলম বলেন, আমাদের বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আপনাদের পরে এ বিষয়ে বিস্তারিত সব জানানো হবে।বাগাতিপাড়া মডেল থানা পুলিশের কর্মকর্তা (ওসি) আমিনুল হক বলেন, আমরা দুই পক্ষকে নিয়ে থানায় মীমাংসার জন্য বসেছিলাম কিন্তু একপক্ষ হট্টগোল করে চলে যান। এ ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে।