• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই মাঘ ১৪৩২ দুপুর ০১:৫৯:১০ (29-Jan-2026)
  • - ৩৩° সে:
শ্রীপুরে সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ: ব্যবহার হচ্ছে নিম্নমানের সামগ্রী

শ্রীপুরে সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ: ব্যবহার হচ্ছে নিম্নমানের সামগ্রী

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে একটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তারা মসজিদ থেকে কাওরাইদ রেল স্টেশন পর্যন্ত প্রায় ১১০০ মিটার কার্পেটিং রাস্তায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।​স্থানীয়দের অভিযোগ, রাস্তার কাজ চলাকালে ঠিকাদার এলাকার প্রভাবশালী মহলের সাথে যোগসাজশ করে অত্যন্ত নিম্নমানের (দুই নম্বর) ইট এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বালু ব্যবহার করে কাজ চালিয়ে যাচ্ছেন। সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কটির স্থায়িত্ব নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, দ্রুত এই অনিয়ম বন্ধ না হলে জনস্বার্থে ব্যয় করা সরকারের এই বিশাল অর্থ বিফলে যাবে।সম্প্রতি রাস্তা নির্মাণের এই অনিয়মের চিত্র ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে (ভাইরাল হয়)। ভিডিওতে নিম্নমানের ইট ব্যবহারের দৃশ্য দেখে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসার পর সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা খুঁজে পান।এ বিষয়ে শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ জানান, বিষয়টি তিনি গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন। তিনি বলেন, "আমরা দ্রুত ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিষয়টি জানাব এবং আমাদের পক্ষ থেকে লোক পাঠিয়ে কাজের গুণগত মান ও অগ্রগতি যাচাই করা হবে। নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"​স্থানীয় সচেতন মহলের দাবি, কাজ শেষ হওয়ার আগেই যেন প্রকৌশল বিভাগ সরেজমিনে তদন্ত করে এবং ত্রুটিপূর্ণ অংশগুলো পুনরায় সঠিকভাবে নির্মাণের নির্দেশ দেয়। অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।