• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ বিকাল ০৪:০৭:৪০ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ বিকাল ০৪:০৭:৪০ (20-May-2024)
  • - ৩৩° সে:

নরসিংদীতে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা চালিয়ে লুটপাট

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ইদ্রিস মিয়া নামের এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষ।২৮ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় তার প্রতিপক্ষ ফারুক ও তার লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে ইদ্রিস মিয়ার অভিযোগ।ভুক্তভোগী ইদ্রিস জানান, বাড়ির পাশের জমি নিয়ে তার প্রতিবেশী ফারুকের সাথে বিরোধ চলে আসছিলো দীর্ঘদিন ধরে। এ নিয়ে এলাকার মুরব্বীরা সালিশ করে বিরোধ-মীমাংসা করে ওই জমিতে সীমানা নির্ধারণ করে দেন। ওই সীমানা মতো বুধবার সকালে বাউন্ডারী ওয়াল নির্মাণ করতে গেলে ফারুক ও তার লোকজন বাধা প্রদান করে। এই সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ফারুক ও তার লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে তার ছেলে শাহীনসহ আহত হন অন্তত ৫ জন। শাহীনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নরসিংদী হাসপাতালে ভর্তি করা হয়। সে চিকিৎসাধীন রয়েছে।তিনি আরও জানান, সকালের ঘটনার জের ধরে অভিযুক্ত ফারুক সন্ধ্যায় তার লোকজন নিয়ে বাড়িতে হামলা চালায়, ঘরের আসবাবপত্র ভাঙচুর করে লুটপাট করে। এই সময় ঘরে রক্ষিত  ৪৭ লাখ ৬৩ হাজার নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এ বিষয়ে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ফারুক মিয়া বলেন, সকালের ঘটনায় তার পক্ষের শহীদুল্লাহ নামে একজন আহতের চিকিৎসা করতে তিনি হাসপাতালে গিয়েছিলেন। সন্ধ্যার ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না।