• ঢাকা
  • |
  • রবিবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৬:২৬:০৩ (19-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৬:২৬:০৩ (19-May-2024)
  • - ৩৩° সে:

রংপুরে সিএনজি-মাহিন্দ্রার রেজিস্ট্রেশনের দাবিতে মানববন্ধন

রংপুর ব্যুরো: রংপুরে বিভিন্ন সড়কে চলাচলকারী থ্রিহুইলার সিএনজি ও মাহিন্দ্রার রেজিস্ট্রেশনের দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে জেলা সিএনজি মালিক ও শ্রমিক সংগঠন।১৭ মে শুক্রবার দুপুরে রংপুর মহানগরীর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন সমাবেশে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন রুটে চলাচলকারী যানবাহনের মালিক ও শ্রমিকরা অংশ নেন।সমাবেশে বক্তারা বলেন, রংপুর জেলার বিভিন্ন দুর্গম সড়কে প্রায় পাঁচ শতাধিক সিএনজি মাহিন্দ্রা চলাচলের ফলে মানুষের যোগাযোগ ব্যবস্থায় অনন্য ভূমিকা রেখে চলেছে। রংপুর নগরীতে ৮ হাজার রেজিস্ট্রেশনের বিপরীতে ৪০ হাজারের অধিক অটো রিকশা চলাচল করে দুর্ভোগ সৃষ্টি করে চলেছে। অথচ বৈধ উপায়ে সিএনজি মাহিন্দ্রা কিনে রেজিস্ট্রেশন না পেয়ে সড়কে নানা হয়রানির শিকার হচ্ছে শ্রমিকরা।হুঁশিয়ারি বানী দিয়ে বক্তারা বলেন, অবিলম্বে এসব পরিবহনের বৈধ উপায়ে রেজিস্ট্রেশন ও সড়কে হয়রানি মুক্ত চলাচলের দাবি করেন তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।এ সময় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ রংপুর মহানগর শাখার সহ-সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সিএনজি-মাহিন্দ্রা গাড়ির মালিক ও চালকরা।উল্লেখ্য, গত সপ্তাহে রংপুরে রেজিস্ট্রেশন বিহীন সব সিএনজি মাহিন্দ্রা চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়। যার ফলে পরিবহণ ব্যবস্থার সাথে জড়িত প্রায় ৫ হাজার পরিবার অসহায়ভাবে দিনাতিপাত করছেন।