• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই কার্তিক ১৪৩২ রাত ০৯:২৮:৫৬ (30-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

যশোরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

যশোর প্রতিনিধি: যশোরে ২০২৫- ২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।২৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় যশোর সদর উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর সদরের আয়োজনে সার ও বীজ বিতরণ করা হয় হয়।উক্ত অনুষ্ঠানে যশোর সদর উপজেলা কৃষি অফিসার মোসা. রাজিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদফতর যশোরের মো. মোশাররফ হোসেন।উল্লেখ্য, রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, চিনা বাদাম, মসুর, অড়হড় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৩৭৯০ জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হবে।