সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের সংবর্ধনা
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী সংগঠকদের সংবর্ধনা দেয়া হয়েছে। সেইসাথে আয়োজন ছিল মতবিনিময় সভার।৫ অক্টোবর শনিবার রাতে শহরের রেলওয়ে মুর্তজা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ডা.মো. সাজেদুল ইসলাম (সাজু)।সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা ব্যাংকার মো. সেকেন্দার আলী।সভায় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা শিক্ষক মো. সাহাবাজ উদ্দিন সবুজ, তুলশীরাম সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিল্পী আক্তার, সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল মাহমুদ বুলবুল, তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাজেদুল আলম বাবু প্রমুখ।সংগঠনের পরিচালক মো. শরিফুল ইসলাম শরিফের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মোসফেক-উল-হাসান, সৈয়দপুর হেলথকেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও সংগঠনের উপদেষ্টা মো. মুকুল হোসেন সরকার, ব্যাংকার জাকারিয়া আল মাসুদ, শ্রমিক নেতা খায়রুল বাশার প্রমুখ।