নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় ভিন্নমাত্রা প্রকাশনীর উদ্যোগে ২০২৫ সালে প্রকাশিত ৫০টি নতুন গ্রন্থের প্রকাশনা উৎসব ও লেখক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২৯ আগস্ট শুক্রবার বিকেল ৫টায় উত্তরার একটি অভিজাত হলে আয়োজিত এ উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান হয়।
ভিন্নমাত্রা প্রকাশনীর প্রতিষ্ঠাতা কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভিসি প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মানুষ এখন বই পড়ায় আগ্রহ হারাচ্ছে। অথচ বই পড়া ও লেখালেখি মানুষের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আমাদের সবাইকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং লেখালেখিতেও মনোযোগী হতে হবে।’
উৎসবের উদ্বোধক ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ হেলাল উদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, লেখক ও নজরুল চর্চা ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ দীদার বখত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহাঙ্গীর হোসাইন, রাজউক উত্তরা মডেল কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর মুহাম্মদ মাহবুবুর রহমান, ফেইথ ওভারসীজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান,
বিশিষ্ট কবি এটিএম ফারুক আহমেদ, কবি ও শিক্ষাবিদ অধ্যাপিকা আঙ্গুরা খাতুনসহ কবি, সাহিত্যিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available