• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:৪১:০৮ (14-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হত্যা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে লিপি আক্তার (৩৫) নামের এক পুলিশ সদস্যের স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।১০ ডিসেম্বর বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ৪টার মধ্যে উপজেলার শিমলাবাজার গণময়দান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিপি আক্তার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের মহর উদ্দিনের স্ত্রী। তার স্বামী পুলিশের সহকারী উপ-পরিদর্শক ও বর্তমানে মোহাম্মদপুর র‌্যাব-২ এ কর্মরত আছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিমলাবাজার গণময়দান এলাকার বাসায় দুই ছেলে ও এক মেয়ে নিয়ে থাকতেন লিপি আক্তার। তার দুই ছেলে মামার বাড়িতে বেড়াতে যাওয়ায় বুধবার রাতে খাওয়া শেষ করে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন লিপি। আনুমানিক রাত ১টা থেকে ৪টার মধ্যে চোর বাড়ীর বারান্দার গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে। এসময় সম্ভবত চোরকে চিনে ফেলায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধু লিপি বেগমকে শ্বাসরোধে হত্যা করে। পরে মেয়ে মিথির চিৎকারে আশপাশের লোকজন লিপিকে উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ গৃহবধুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাসাটি নিরিবিলি হওয়ায় আগেও কয়েকবার চুরি হয়েছিলো বলে জানায় স্থানীয়রা।সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার দেবাশীষ রাজবংশী বলেন, লিপি আক্তারকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়। আমরা হাসপাতালে আনার পর তাকে মৃত অবস্থায় পাই।এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, ‘চোর শ্বাসরোধে লিপি আক্তারকে হত্যা করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। গৃহবধুর মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।