• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৪:৫৭:০৭ (27-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

গাজীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর-১ আসনের জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী মেয়র মুজিবুর রহমানের উদ্যোগে বিএনপি’র মহিলা দলের আয়োজনে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মঙ্গল কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার ট্রাস্ট্যান্ড এলাকা থেকে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে লতিফপুর এলাকায় গিয়ে শেষ হয়। এতে নারী নেত্রীসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।দোয়া মাহফিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মেয়র মুজিবুর রহমান। তিনি বলেন, বেগম খালেদা জিয়া আমাদের জননেত্রী, আমাদের মা। তার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মঙ্গল কামনায় আমরা আজ একত্রিত হয়েছি। দেশের চলমান সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দল যদি আমাকে গাজীপুর-১ আসনের মনোনয়ন দেয়, তবে আমার জীবনকে বাজি রেখে হলেও আমি আপনাদের পাশে থাকবো, ইনশাল্লাহ।অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ। আরও উপস্থিত ছিলেন—পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী রিয়াজ উদ্দিন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামসুল আলম সরকার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান শেলী, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি ইরানি সরকার, পৌর মহিলা দলের সভাপতি শাহনাজ বেগম, সাধারণ সম্পাদক আমেনা বেগম, সাংগঠনিক সম্পাদক মনি আক্তারসহ বিপুল সংখ্যক নারী নেত্রী ও দলীয় অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।সবশেষে দেশ ও জাতির শান্তি, কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।