• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩১ রাত ০২:১৪:১৩ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩১ রাত ০২:১৪:১৩ (09-May-2024)
  • - ৩৩° সে:

রাজস্থলীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।২৮ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা।সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, কীটনাশক বিক্রিতে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে সচেতনতা, মাদক, বাল্য বিবাহ, সড়ক দুর্ঘটনা, সামাজিক অবক্ষয় রোধে ইউপি চেয়ারম্যানদের অবহিতকরণ সভাসহ জনকল্যাণমূলক বিষয়ে আলোচনা করা হয়।প্রধান অতিথির বক্তব্যে উবাচ মারমা বলেন, ইউএনও’র ঐকান্তিক প্রচেষ্টায় আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৭ মার্চ, ২৫ মার্চ ও স্বাধীনতা দিবস পালন করায় ধন্যবাদ জানাচ্ছি। এসময় তিনি রাজস্থলীর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে একসাথে কাজ করতে উদাত্ত আহ্বান জানিয়েছেন।সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, আইনশৃঙ্খলা সভায় বসে শুধু সিদ্ধান্ত নিলেই হবে না। সকল কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ও জনপ্রতিনিধিদের আন্তরিকভাবে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। তবেই সর্বোচ্চ ও প্রয়োজনীয় সেবা পাবে সাধারণ জনগণ।এসময় ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেযারম্যান পুচিংমং মারমা, বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, থানা অফিসার  ইনচার্জের প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।