নিজস্ব প্রতিবেদক: ভিকারুননিসা অ্যালামনি অস্ট্রেলিয়া (VAAUS) এর উদ্যোগে সিডনির ল্যান্টানা ভেন্যুস এ ‘VAAUS গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান সহযোগী ছিল এআইএস মেরিন ইনভেস্টমেন্টস।

রিইউনিয়নে আনুষ্ঠানিকভাবে নারীদের সম্মান, সমতা আর নিরাপদ ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে পরিচালিত কমিউনিটি উদ্যোগ ‘চেঞ্জ দি স্টোরি’ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রায় ১,১০০ অতিথি, অস্ট্রেলিয়া ও বাংলাদেশে থেকে আসা প্রায় ৪০০ জন প্রাক্তন ভিকারুননিসা শিক্ষার্থী উপস্থিত ছিলো।


গ্র্যান্ড রিইউনিয়নের বিশেষ আকর্ষণ ছিল সাইলেন্ট আর্ট অকশন, যেখানে প্রদর্শিত হয় একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিল্পী অধ্যাপক রোকেয়া সুলতানার চিত্রকর্ম।
সন্ধ্যার সাংস্কৃতিক পর্বে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান ও তাঁর ভাই প্রতীক হাসান মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেন। VAAUS সদস্যদের অংশগ্রহণে আরও অনুষ্ঠিত হয় নৃত্য, সংগীত ও নাট্য পরিবেশনা, যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।
নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্সের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেন ক্যাব্রামাট্টার সংসদ সদস্য মি. ট্রি ভো।
তিনি বলেন, ‘VAAUS গত আট বছর ধরে অস্ট্রেলিয়ার বিভিন্ন কমিউনিটিতে কাজ করে আসছে। আজকের এই উদ্যোগ নারী ও শিশু সুরক্ষায় এক অনন্য পদক্ষেপ। আমি সবাইকে আহ্বান জানাই এই মহৎ কাজে উদারভাবে সহযোগিতা করতে।’
VAAUS-এর সভাপতি ড. সুরঞ্জনা জেনিফার রহমান বলেন, ‘এই উদ্যোগ আমাদের সহানুভূতি ও অভিন্ন লক্ষ্যকে বাস্তব কর্মে রূপ দিয়েছে। আমরা এমন এক ভবিষ্যৎ চাই, যেখানে প্রতিটি নারী সমর্থন অনুভব করবে, প্রতিটি কণ্ঠস্বর শোনা হবে, আর প্রতিটি উদ্যোগ স্থায়ী পরিবর্তনের পথে অবদান রাখবে।’
গত সাত বছরে VAAUS একটি ছোট অ্যালামনি সংগঠন থেকে বিকশিত হয়ে এখন অস্ট্রেলিয়ান চ্যারিটিজ অ্যান্ড নট-ফর-প্রফিটস কমিশন (ACNC)-এ নিবন্ধিত দাতব্য সংস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই সময়ে তারা অস্ট্রেলিয়ার ছয়টি অঙ্গরাজ্যে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে মিলে ৪২,০০০ ডলারেরও বেশি অনুদান প্রদান করেছে, যা ব্যবহার হয়েছে দুর্যোগ সহায়তা, শিশুস্বাস্থ্য ও নারীর কল্যাণমূলক কাজে।
গ্র্যান্ড রিইউনিয়নের টাইটেল স্পনসর হিসেবে ছিল এআইএস মেরিন ইনভেস্টমেন্টস, যারা দেশ-বিদেশে সরকারি অবকাঠামো, অফশোর ও উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের পাশাপাশি মানবিক উদ্যোগে সহযোগিতা করে আসছে। VAAUS–এর এই উদ্যোগ তারই এক উজ্জ্বল উদাহরণ, যা আগামী প্রজন্মের মনেও অনুপ্রেরণার আলো ছড়াবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available