শ্রীপুরে মাদকাসক্তি ছেলেকে হত্যা, থানায় আত্মসমর্পণ বাবার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজ সন্তানকে জবাই করে হত্যার অভিযোগ পাওয়া গেছে বাবার বিরুদ্ধে।২৯ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।নিহত ওই ছেলের নাম আনোয়ার হোসেন (২৮)। তিনি উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া মোহাম্মদ আলী (৭০) ছেলে।অভিযুক্ত বাবা মোহাম্মদ আলী বলেন, বিদেশ থেকে ফেরত আসার পর ছেলে মাদকাসক্ত হয়ে পড়েন। এরপর তাকে মাদক নিরাময় কেন্দ্র রিহাবে পাঠান। এক বছর থাকার পর বাড়িতে চলে আসেন। মঙ্গলবার বিকেলে মাদকের টাকার জন্য ছেলে বাবাকে চাপ দিলে টাকা দিতে না পারায় পরে, গোয়াল করে থাকা গরুগুলোকে পিটাচ্ছিলেন ছেলে তাকে বাধা দেয়ার চেষ্টা করলে সে বাবাকেও কিল ঘুসি মারে পরে রাত ৩টার দিকে ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, বুধবার সকালে এক বাবা থানায় এসে সন্তানকে হত্যার কথা জানান বাবা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।