শ্রীপুরে প্রশাসনের অভিযানে ৫টি মাটি কাটার যান জব্দ
গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন।১১ জানুয়ারি রবিবার দিবাগত রাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের পৃথক দুটি স্থানে ঝটিকা অভিযান চালিয়ে অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এক্সকেভেটর (ভেকু) এবং তিনটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে কাওরাইদ ইউনিয়নের বাপ্তা গ্রাম এবং বিএনপি বাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের মতে, এক শ্রেণির অসাধু চক্র রাতের আঁধারে কৃষি জমি ও ফসলি জমির মাটি কেটে বিক্রি করে আসছিল, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। অবৈধ মাটি খেকোদের দমনে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।জব্দকৃত যানবাহনগুলো বর্তমানে উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনের আওতায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।