নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা মমিনপুর বাজারে ডিবি পুলিশের পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগে তিনজন ভুয়া ডিবি সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

৩০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নলডাঙ্গা উপজেলার মোমিনপুর বাজারে এ ঘটনা ঘটে।


আটকরা হলেন— মো. খোরশেদ আলম (৪০), মো. রাকিব হোসেন (২২) ও মো. পারভেজ ইসলাম (২৩)। তারা সবাই নলডাঙ্গা উপজেলার সরকুতিয়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও ডিবি জানায়, মঙ্গলবার দুপুরে স্থানীয় বাঁধন কীটনাশক ও সারের দোকানে মোটরসাইকেলযোগে এসে তিন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে দোকান মালিকের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে।
এ সময় বিষয়টি সন্দেহজনক মনে হলে দোকান মালিক আশপাশের ব্যবসায়ীদের জানালে বাজারের লোকজন একত্রিত হয়ে অভিযুক্তদের পরিচয়পত্র দেখতে চান। কিন্তু তারা কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে না পারায় জনতা তাদের আটক করে পুলিশের কাছে খবর দেয়।
সংবাদ পেয়ে ডিবির একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক তিনজনকে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেন।
পুলিশ জানায়, ভুক্তভোগী বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available