• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩২ দুপুর ০২:৫২:১৯ (13-Jan-2026)
  • - ৩৩° সে:

গুগল স্কলারে ২০ হাজার সাইটেশন অতিক্রম করলেন বেরোবির ড. তৌফিকুল ইসলাম

২৯ নভেম্বর ২০২৫ সকাল ০৯:৩৮:৪৬

গুগল স্কলারে ২০ হাজার সাইটেশন অতিক্রম করলেন বেরোবির ড. তৌফিকুল ইসলাম

বেরোবি প্রতিনিধি: গুগল স্কলারে ২০ হাজারের বেশি সাইটেশন অর্জন করে বৈশ্বিক গবেষণা অঙ্গনে নতুন মাইলফলক সৃষ্টি করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা (ডিএসএম) বিভাগের শিক্ষক ও গবেষক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম।

Ad

সাইটেশন হলো বিশ্বের অন্য গবেষকরা তাদের গবেষণায় তার কাজকে উল্লেখ করছেন, যা তার গবেষণা আন্তর্জাতিকভাবে কতটা গ্রহণযোগ্য ও প্রভাবশালী, তারই প্রমাণ। এর মধ্যে শুধু ২০২০ সালের পরেই যুক্ত হয়েছে ১৯,৭৭৫ সাইটেশন, যা দেশের গবেষণার ক্ষেত্রে বিরল একটি অর্জন।

Ad
Ad

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রতিক্রিয়ায় ড. তৌফিকুল ইসলাম লিখেন: ‘আলহামদুলিল্লাহ, আমার প্রকাশিত গবেষণাপত্রগুলো গুগল স্কলারে ২০ হাজার সাইটেশনের মাইলফলক অতিক্রম করেছে। যারা আমার কাজ পড়েছেন ও সাইট করেছেন, তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বিশেষ ধন্যবাদ আমার সকল কোলাবরেটর, ফেলো এবং ছাত্রদের। দোয়ায় রাখবেন।’

গবেষণার উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ বিশ্বখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় পরপর কয়েক বছর ধরে স্থান পাচ্ছেন তিনি। Water Resource Management, Climate Modeling এবং Natural Hazards এই তিনটি ক্ষেত্রে তার গবেষণা আন্তর্জাতিক পর্যায়ে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

গুগল স্কলার অনুযায়ী তার বর্তমান গবেষণা মেট্রিকস: মোট সাইটেশন: ২০,২৯৫+; ২০২০ সালের পর সাইটেশন: ১৯,৭৭৫; h-index: ৭২; i10-index: ৩৭৫।

গবেষণা বিশ্লেষণে দেখা যায়, গত ১০ বছরের সর্বাধিক উদ্ধৃত শীর্ষ ১০০ গবেষণাপত্রের মধ্যে তার ৮৪ শতাংশ প্রকাশনা Q1 র‌্যাংকের জার্নালে প্রকাশিত হয়েছে, যা আন্তর্জাতিক গবেষণাজগতে অত্যন্ত সম্মানজনক অর্জন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষক মহলে ড. তৌফিকুল ইসলামের এ সাফল্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গবেষণাকে কেন্দ্র করে তার এমন ধারাবাহিক উন্নতি ভবিষ্যতের গবেষক ও শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঝিনাইদহে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক
ঝিনাইদহে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক
১৩ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:১৪:১৩


সদরপুরে পদ্মা নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান
সদরপুরে পদ্মা নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান
১৩ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৫৬:৫৪





বকশীগঞ্জে নিজ বাড়ি থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
বকশীগঞ্জে নিজ বাড়ি থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
১৩ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:১০:১৯


Follow Us