মণিরামপুরে আড়াই মাস পরে বৃদ্ধের মরদেহ উত্তোলন
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে মজিদ দফাদার (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ মৃত্যুর আড়াই মাস পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে।৭ ডিসেম্বর রোববার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের উপস্থিতিতে এ উত্তোলন সম্পন্ন হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। মজিদ দফাদার উপজেলার নেহালপুর গ্রামের মৃত মোল্যা দফাদারের ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে মজিদ দফাদারের সঙ্গে তার ছেলে সোহরাব দফাদারের বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, শরীকদের ফাঁকি দিয়ে নিজের নামে জমি লিখে নিতে বাবাকে চাপ দিচ্ছিল সোহরাব। এতে রাজি না হওয়ায় গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় বাবা মজিদ দফাদারকে মারধর করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। এক পর্যায়ে বৃদ্ধ পিতার মৃত্যু হলে তড়িঘড়ি করে পরদিন ভোরে দাফন করা হয়। বিষয়টি স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি করে।পরে নিহতের জামাতা ও পার্শ্ববর্তী খাকুন্দি গ্রামের বাসিন্দা সাত্তার মোল্যা ২৯ সেপ্টেম্বর আদালতে সোহরাবকে আসামি করে হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। মামলাটি পরে ১১ নভেম্বর মণিরামপুর থানায় রেকর্ড হয়। আদালতের নির্দেশে মামলার অগ্রগতির অংশ হিসেবে মরদেহ উত্তোলন করা হয়।এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ রেজাউল করিম উপস্থিত ছিলেন।তদন্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা সন্দেহে সোহরাব দফাদারকে গত ৫ নভেম্বর গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।