• ঢাকা
  • |
  • রবিবার ১লা ভাদ্র ১৪৩২ রাত ০৩:৩০:১১ (17-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বদলগাছীতে ৩৬শে জুলাই শহীদ স্মরণে ৩৬টি বৃক্ষ রোপণ

বদলগাছী ( নওগাঁ ) প্রতিনিধি: জুলাই গণ অভ্যুত্থান ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তিতে ঐতিহাসিক ৩৬ শে জুলাই স্মরণে ও জুলাই আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নওগাঁর বদলগাছীতে উপজেলা জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষ্যে ৫ আগস্ট মঙ্গলবার বিকেলে বদলগাছী শহরের উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কের ডিভাইডারের মাঝখানে এ বৃক্ষরোপণ করা হয়।‘শহীদের স্মরণে সবুজের অঙ্গীকার শিরোনামে সড়কের শোভাবর্ধনে- সড়ক বিভাজনে দৃষ্টি নন্দন এই বৃক্ষ  কৃষ্ণচূড়া,বকুল ফুলের ৩৬টি গাছের চারা লাগানো হয়।আয়োজকরা জানান, ২০২৪ সালের কোটাবিরোধী আন্দোলনে দাবি পূরণ না করে যখন তৎকালীন সরকারের নির্দেশে ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করা হয়েছিল তখন আন্দোলনকারীরা ঘোষণা দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত জুলাই মাস শেষ হবে না। সেই হিসেবে ৫ আগস্ট ছিল ৩৬ জুলাই। এবং এ ৫ আগস্টই তৎকালীন সরকার প্রধান ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে ছাত্র জনতার বিজয় হয়। তাই ঐতিহাসিক ৩৬ জুলাই স্মরণে ও জুলাই আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা জিয়া সাইবার ফোর্স  ৩৬টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেন।বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক আরিফুল।এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সচিব শিবলী নোমানী চৌধুরী, রুবেল হোসেন, জিয়া সাইবার ফোর্সের সদর ইউনিয়নের সভাপতি সাঈদ আল সাহাফ ।বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্য এ সময় উপস্থিত' ছিলেন,মুনির হোসেন, রাজু, সবুজসহ জিয়া সাইবার ফোর্সের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।