• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা কার্তিক ১৪৩২ রাত ০৮:৩৫:৪০ (16-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বাকেরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।‘হাত ধোয়ার নায়ক হোন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ১৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।এতে বিশেষ অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সেকান্দার আলী হাওলাদার, সমাজ সেবা অফিসার মেহেদী হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আনিছুর রহমান, তথ্য সেবা অফিসার সাবিনা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা।বাকেরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নাজমুল আলম সিদ্দিকী আদর্শ উচ্চ বিদ্যালয় এবং বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুলের শতাধিক কোমলমতি শিক্ষার্থীদের হাত ধোয়া প্রদর্শনী দেখানো হয় এবং শিক্ষার্থীদের মাঝে সাবান বিতরণ করা হয়।