• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০২:৩৯:২৯ (14-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রাঙ্গুনিয়ায় এক মঞ্চে পাঁচ প্রার্থীর নির্বাচনী ইশতেহার উপস্থাপন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে ১০ ডিসেম্বর বুধবার বিকেলে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া পৌর অডিটোরিয়ামে গুণী সংবর্ধনা, আলোচনা সভা ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মডেল শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার। স্বাগত বক্তব্য দেন পৌরসভা শাখার আজীবন সদস্য ও প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রকৌশলী তোফাজ্জল আহমদ। মডারেটর ছিলেন সংস্থার আজীবন সদস্য ও চুয়েটের প্রথম ভাইস চ্যান্সেলর প্রফেসর মুহাম্মদ মোজাম্মেল হক।অনুষ্ঠানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থীরা অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত হয়ে নিজেদের নির্বাচনী ইশতেহার, রূপকল্প, নির্বাচিত হলে সংসদে যুগোপযোগী আইন সংস্কার-প্রণয়ন ও প্রয়োগের অঙ্গীকার, স্থানীয় উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষায় তাঁদের পরিকল্পনা তুলে ধরেন।মানবাধিকার কর্মী ও শিক্ষক জানে আলমের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর প্রতিনিধি ভিপি আনছুর উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট এম ইকবাল হাছান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আহমদ রেজা, বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী সি এস কে সিদ্দিকী।তাঁরা স্ব স্ব উন্নয়ন প্রতিশ্রুতি, মানবাধিকার বাস্তবায়ন, জনগণের জীবনমান উন্নয়ন এবং আধুনিক রাঙ্গুনিয়া গঠনে করণীয় বিষয়ে বক্তব্য দেন।এছাড়াও আলোচনায় অংশ নেন, রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মোহাম্মদ আরমান হোসেন, মানবাধিকার সংস্থা উপজেলা মডেল শাখার সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আজাদ, পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম, পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মো. ফজলে এহসান শামীম প্রমুখ।প্রথম পর্বে পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় চার গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়। সমাজসেবায় মোহাম্মদ বেলায়েত আলী চৌধুরী (মরণোত্তর, পোমরা) এর পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর পৌত্র মোহাম্মদ নাজিম আলী চৌধুরী, শিক্ষা বিস্তারে হামিদ শরীফ মিয়া চৌধুরী (মরণোত্তর, শিলক) এর পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর পক্ষে পৌত্র মোকাররম হোসেন চৌধুরী, ন্যায়বিচারে বিচারপতি রেজাউল করিম রেজা (স্বনির্ভর রাঙ্গুনিয়া) ও চিকিৎসায় প্রফেসর ডা. ওয়াকিল আহমদ (রাজানগর)।