• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই পৌষ ১৪৩২ দুপুর ০২:০০:২৯ (31-Dec-2025)
  • - ৩৩° সে:

জানা গেল বিপিএলের স্থগিত হওয়া ম্যাচের নতুন সূচি

৩১ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৩০:৪৭

জানা গেল বিপিএলের স্থগিত হওয়া ম্যাচের নতুন সূচি

স্পোর্টস ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশব্যাপী তিন দিনের রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরের সূচিতে বড় ধরনের রদবদল এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Ad

৩০ ডিসেম্বর মঙ্গলবার স্থগিত হওয়া ম্যাচ দুটি প্রথমে ৩১ ডিসেম্বর বুধবার মাঠে গড়ানোর কথা থাকলেও বিসিবি পুনরায় সিদ্ধান্ত পরিবর্তন করে তা আগামী ৪ জানুয়ারি রোববার নির্ধারণ করেছে। বিসিবির আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী বুধবার রাষ্ট্রীয় শোকের প্রথম দিন হওয়ায় সেদিন বিপিএলের কোনো ম্যাচ মাঠে গড়াবে না।

Ad
Ad


পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৩১ ডিসেম্বর কোনো খেলা ছিল না তবে ৩০ ডিসেম্বর মঙ্গলবার স্থগিত হওয়া ম্যাচ দুটি ওইদিন আয়োজনের যে প্রাথমিক পরিকল্পনা করা হয়েছিল তা বর্তমান পরিস্থিতিতে বাতিল করা হয়েছে।

৩০ ডিসেম্বর মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস এবং দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হওয়ার কথা ছিল। এই দুটি ম্যাচই এখন আগামী ৪ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যদিও ম্যাচ শুরুর সুনির্দিষ্ট সময় এখনো জানায়নি বোর্ড।  তবে ১ ও ২ জানুয়ারির পূর্বনির্ধারিত সিলেট পর্বের খেলাগুলো সূচি অনুযায়ী যথারীতি মাঠে গড়াবে।

সিলেটে স্থগিত হওয়া ম্যাচগুলো ৪ জানুয়ারি আয়োজনের সিদ্ধান্ত আসায় চট্টগ্রাম পর্বের সূচিতেও পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে। ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে খেলা শুরু হওয়ার কথা থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে ৫ জানুয়ারি পরবর্তী ম্যাচগুলোর একটি সংশোধিত সময়সূচি বিপিএল গভর্নিং কাউন্সিল খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক উদ্ধার
ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক উদ্ধার
৩১ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:০৬:৪৪



মায়ের পাশে তারেক রহমানের কোরআন তেলাওয়াত
মায়ের পাশে তারেক রহমানের কোরআন তেলাওয়াত
৩১ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৫৩:০৭







Follow Us