নবীনগরে আলোচিত হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলোচিত শাহিনুর হত্যা মামলায় আবু তাহের নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ৬ নভেম্বর বৃহস্পতিবার রাতে পৌর এলাকার পশ্চিমপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। ৭ নভেম্বর শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেফতার আবু তাহের নবীনগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর।মামলার সূত্রে জানা যায়, ২০১৪ সালে উপজেলার বগডহর গ্রামের শাহিনুর ইসলাম র্যাবের হাতে গ্রেফতার হন। তখন কাউন্সিলর আবু তাহেরের বাড়িতে মোটরসাইকেল পুড়ে যাওয়ার ঘটনায় শাহিনুরের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। পরে র্যাব হেফাজতে শাহিনুরের মৃত্যু ঘটে।এই ঘটনায় শাহিনুরের ভাই, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান আদালতে র্যাব-১৪-এর তৎকালীন কমান্ডার মেজর এ. জেড. এম. সাকিন সিদ্দিক ও কাউন্সিলর আবু তাহেরসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম বলেন, ‘ওই মামলায় আবু তাহের ৩ নম্বর এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’