• ঢাকা
  • |
  • সোমবার ৬ই মাঘ ১৪৩২ রাত ১১:০৩:৩৫ (19-Jan-2026)
  • - ৩৩° সে:
অবাধ ও নিরপেক্ষ নির্বাচন না হলে সবার জন্য বিপদ: ফাওজুল কবির খান

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন না হলে সবার জন্য বিপদ: ফাওজুল কবির খান

মানিকগঞ্জ প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, নির্বাচন ফলাফল যদি মানুষের কাছে গ্রহণযোগ্য না হয়, আমরা যদি অবাধ নিরপেক্ষ নির্বাচন না করতে পারি তাহলে আমাদের সবার জন্য বিপদ আছে।১৯ জানুয়ারি সোমবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করণের উদ্দেশ্যে জেলার বিভিন্ন পর্যায়ের অফিসারদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।তিনি আরও বলেন, নির্বাচনী অনিয়মের জন্য বহুসংখ্যক কর্মকর্তাকে চাকুরিচ্যুত করা হয়েছে ২০১৮ সালের নির্বাচনে যেসব কর্মকর্তারা নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করেছেন তাদের প্রত্যেককে চাকুরিচ্যুত করা হয়েছে পাশাপাশি যে সব পুলিশ কর্মকর্তারা দায়িত্ব পালন করেছে তাদেরও চাকুরিচ্যুত করা হয়েছে। এজন্য কোনো কর্মকর্তা যদি মনে করে আমি একটু দায়িত্বে অনিয়ম করলাম তাহলে আর পার পাওয়া যাবে না। আমাদের সবার জন্য রক্ষা কবজ হচ্ছে নিরপেক্ষতা।জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা।পরে বিকেলে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণভোট প্রচারণা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।