• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই মাঘ ১৪৩২ রাত ০১:৩৩:৫৪ (29-Jan-2026)
  • - ৩৩° সে:
শৈলকুপায় প্রাইভেটকারের চাপায় বাইসাইকেল আরোহী নিহত

শৈলকুপায় প্রাইভেটকারের চাপায় বাইসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাটই বাজার ডিগ্রী কলেজের সামনে প্রাইভেট কারের চাপায় মোফাজ্জেল মালিথার নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।২৫ জানুয়ারি রোববার সকাল ৯টার দিকে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের ভাটইবাজারে এ দুর্ঘটনা ঘটে।নিহত মোফাজ্জেল একই উপজেলার বেড়বাড়ি গ্রামের মৃত তাইজাল মালিথার ছেলে।স্থানীয়রা জানায়, সকালে ভাটইবাজার থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল ওই বাইসাইকেল আরোহী। পথিমধ্যে ভাটইবাজার ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে একটি প্রাইভেট কার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবীর মোল্লা জানান, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’