প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট শহরে বুদ্ধি ও বাক্প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ২ জুলাই বুধবার দুপুরে জেলা সদর থানায় মামলাটি করেন ওই তরুণীর মা।এতে আসামি করা হয়েছে রাশেদুল হক (৩৫) নামের এক রিকশাচালককে। তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।মামলার এজাহার ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, ১ জুলাই মঙ্গলবার বিকেলে পুকুর পাড়ের জঙ্গলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করেন রাশেদুল। এ সময় গোঙানির শব্দ পেয়ে স্থানীয় কয়েকজন এগিয়ে গিয়ে রাশেদুলকে আটক করেন। পরে খবর পেয়ে লালমনিরহাট সদর থানার পুলিশ অভিযুক্ত রাশেদুল হককে এবং ঘটনার শিকার প্রতিবন্ধী তরুণীকে মঙ্গলবার রাতে থানায় নিয়ে আসে।লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরনবী বলেন, ঘটনার শিকার প্রতিবন্ধী মেয়েটিকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে মেয়েটির মায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।