• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই ফাল্গুন ১৪৩১ দুপুর ০১:১৫:৫৪ (18-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই ফাল্গুন ১৪৩১ দুপুর ০১:১৫:৫৪ (18-Feb-2025)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেলেন ৯১ জন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদ অনুসারে বিদ্যমান কোটা ও নিয়োগ পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৯১ জনকে নিয়োগ প্রদান করা হয়েছে।৪ ডিসেম্বর বুধবার রাতে পুলিশ লাইন্সের শহীদ মনিরুল হক হল রুমে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের নাম এবং ফলাফল ঘোষণা করেন জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক।পুলিশ সুপার চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ফুল দিয়ে অভিনন্দন জানান। উর্ত্তীণ সকলকে প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশে কাজ করার আহবান জানান।এ সময় টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, প্রার্থী এবং তাদের অভিভাববৃন্দ উপস্থিত ছিলেন।কোনো তদবির ছাড়াই শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় উত্তীর্ণ প্রার্থী এবং তাদের অভিভাবকদের অনেকে আবেগ আপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।