• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই চৈত্র ১৪৩১ সকাল ১১:৩১:২৬ (20-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই চৈত্র ১৪৩১ সকাল ১১:৩১:২৬ (20-Mar-2025)
  • - ৩৩° সে:

জাজিরায় মা ও সৎ বাবার নির্যাতনে শিশুর মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরায় আপন মা ও সৎ বাবার নির্মম নির্যাতনের শিকার হয়ে ১৬ মাস বয়সী শিশু আরিফার মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। শিশুটির উপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালানো হতো বলে অভিযোগ রয়েছে।৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মূলনা ইউনিয়নের মিরাশার গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এর আগে বুধবার রাতে শিশুটিকে প্রচণ্ড মারধর করা হয়েছিল। শারীরিক নির্যাতনের কারণে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন।নিহত শিশু আরিফা তার মা চাঁদনী আক্তার ও সৎ বাবা খোরশেদের সাথে এক মাস আগে থেকে স্থানীয় ছোবাহান মোল্লার বাড়িতে ভাড়া ঘরে বসবাস করতো। নিহত শিশুটির মা চাঁদনী আগের স্বামীকে রেখে ছয় মাস আগে খোরশেদকে বিয়ে করেন।স্থানীয়রা জানান, শিশুটির ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চলছিল। শিশুটি কান্নাকাটি করলে তাকে নির্মমভাবে প্রহার করা হতো। কেউ প্রশ্ন করলে মা চাঁদনী বলতেন, শাসন করছি, খেতে চায় না, তাই মারছি।জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, আমরা খবর পাওয়ার পরই ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মা ও সৎ বাবাকে আটক করেছি। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তদন্ত চলছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।