জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেলেন ৩ কিশোর
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের হায়াৎখার চালা উত্তর পাড়া জামে মসজিদে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়কারী ৩ জন কিশোরকে পুরস্কৃত করা হয়েছে।তিনজনকে বাইসাইকেল এবং বাকিদের গিফট বক্স দেওয়া হয়। প্রকৌশলী ইউসুফ আলী প্রধানের ব্যতিক্রম এ উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন এলাকাবাসী।বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইউসুফ আলী প্রধান, বীরমুক্তিযোদ্ধা আহাম্মদ আলী প্রধান, গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া, হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, বাবুল আহম্মেদ, আবুল বরকত, শাহজাহান কাজী, আতিক প্রধান, আমিনুল ইসলাম ফরিদসহ বিভিন্ন মহল্লা মসজিদের সভাপতি- সেক্রেটারি এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লী ও শিক্ষার্থীরা।