• ঢাকা
  • |
  • বুধবার ১লা জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১১:৪৫:১৭ (15-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১লা জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১১:৪৫:১৭ (15-May-2024)
  • - ৩৩° সে:

নীলফামারীতে কুমলাই নদী বাঁচাতে সংবাদ সম্মেলন

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে কুমলাই নদী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, নদীর জমি নদীর নামে অন্তর্ভুক্ত করাসহ নদীর প্রবাহ সচল করতে দশ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে রিভারাইন পিপল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।২ মে বৃহস্পতিবার দুপুরে নীলফামারী প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে বক্তারা জেলায় ৩৪টি নদী দাবি করলেও পানি উন্নয়ন বোর্ডের “বাংলাদেশের নদ-নদী” শীর্ষক বইয়ে উল্লেখ করা হয়েছে ২৭টি নদী। রিভারাইন পিপল সংগঠনটি দাবি করে পানি উন্নয়ন বোর্ডের নদ-নদীর সংখ্যা উল্লেখ করা বইটি ভুলে ভরা।এছাড়াও সংবাদ সম্মেলনে সংগঠনটির পরিচালক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, নীলফামারী জেলার ডিমলা উপজেলা দিয়ে প্রবাহিত কুমলাই নদীটি বেশ স্বাস্থ্যবান। এই নদীটিতে সরকারি তালিকায় অবৈধ দখলদারের সংখ্যা প্রায় দুইশ’ ৭০ জন। অবৈধ স্থাপনা অপসারণ করে নদীটির উৎস এবং মিলনস্থলে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে পানির প্রবাহ সচল করতে হবে।এছাড়াও যারা অবৈধভাবে নদীর শ্রেণী পরিবর্তনের সাথে জড়িত, নদী ব্যক্তির নামে লিখে দিয়েছে এবং যারা ভোগ করছে তাদের বিরুদ্ধে শক্ত আইন প্রয়োগ করতে হবে।