• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩২ রাত ০৩:৫৪:৫৮ (05-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

‎বকেয়া টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বকেয়া টাকা চাওয়ায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক মুদি দোকানিকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীর রডের আঘাতে মাথায় জখমপ্রাপ্ত ভুক্তভোগী চিকিৎসাধীন রয়েছেন।১ নভেম্বর শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আদর্শনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগী আক্তার হোসেন (৫৯) সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযুক্তরা হলেন- সাব্বির হোসেন (২২), নয়ন (২৫), মাসুদ (৪৫), এবং শান্ত (২২) সহ অজ্ঞাত আরো ৭/৮ জন।‎‎অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন, ১-৪নং অভিযুক্তদের কাছে ভুক্তভোগী দোকান বাবদ ১১ হাজর ৯২০ টাকা পাওনা টাকা দাবি করলে ভয়ভীতি ও হুমকি প্রদান করত। এর জেরে বিবাদীরা দেশীয় তৈরি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আক্তার হোসের উপর হামলা চালায়।সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।