মানিকগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে সিংগাইর থানার নয়াবাড়ী এলাকা থেকে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার মাদকের বাজারমূল্য আনুমানিক ৪৬ হাজার টাকা।১৭ জানুয়ারি শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের দিকনির্দেশনায় এবং ডিবি ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) মো. আবদুল হাই তালুকদারের তত্ত্বাবধানে ও এসআই (নি.) রনি দেবনাথের নেতৃত্বে এক দল পুলিশ সদস্য এ অভিযান পরিচালনা করেন।অভিযানে সিংগাইর থানার নয়াবাড়ী এলাকার মো. মান্নান (৪০) ও মো. মনির হোসেন (২৩) নামের দুই আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সিংগাইর থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।ডিবি ইনচার্জ মো. আবদুল হাই তালুকদার জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাছাড়া, মাদকের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে মানিকগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছেন বলেও জানান তিনি।