• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১২:১১:০২ (21-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১২:১১:০২ (21-May-2024)
  • - ৩৩° সে:

বরিশালে কমলো জিপিএ ৫ ও পাশের হার

বরিশাল প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডে এবার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক ১৩ শতাংশ।  আর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৪৫ পরীক্ষার্থী।১২ মে রোববার ঘোষিত ফলাফল অনুযায়ী, গত বছর যেখানে ৬ হাজার ৩১১ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলো, সেখানে এবারে ১৬৬টি জিপিএ-৫ এর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৪৫ টিতে।হিসেব অনুযায়ী গত বছর থেকে এবারে পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কিছুটা কমেছে। তবে বোর্ড কর্তৃপক্ষ বলছেন, বরিশালে ফলাফল অসম্ভব ভালো হয়েছে এবং গুণগত মানও বেড়েছে।বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, ছেলে মেয়েদের চেষ্টা, শিক্ষক-অভিভাবকমণ্ডলীর প্রচেষ্টায় ভালো ফলাফল হয়েছে। এবারে পরীক্ষার সময় বেশি ভিজিল্যান্স টিম দেয়া হয়েছে। ফলে বিগত ৫ বছরের থেকে বহিষ্কারের সংখ্যাটাও বেশি। সবমিলিয়ে গুণগতভাবে ফলাফলের মান ভাল হয়েছে।তিনি বলেন, ৪ পয়েন্ট থেকে ৫ পয়েন্টের নিচে জিপিএ’র সংখ্যাটা গত বছর ছিল ২১.৯৫ শতাংশ, এবারে তা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২৩.৪৬ শতাংশে। অপরদিকে ১ থেকে ২ এর নিচের জিপিএ’র সংখ্যাটাও কমেছে। এতে আমি মনে করি এবারের ফলাফলে গুণগুত মান বৃদ্ধি পেয়েছে। এবারের ফলাফলটাকে আমরা অসম্ভব ভালো ফলাফল বলবো। বরিশালে ফলাফলের কোন বিপর্যয় ঘটেনি।আবার এবারের পরীক্ষায় মোট ৫১ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে, যা গতবছরের ছিলে ৪৫ জন।