বারবার জেলে গিয়েছি কিন্তু হাসিনার সঙ্গে আপস করিনি: শহিদুল ইসলাম বাবুল
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, বিএনপি করতে গিয়ে এবং শহীদ জিয়ার আদর্শ প্রচার করতে গিয়ে ১২৮টা মামলা খেয়েছি। রক্ত ঝরিয়েছি, জীবনের ঝুঁকি নিয়েছি, বার বার জেলে গিয়েছি কিন্তু হাসিনার সঙ্গে এক বিন্দুও আপস করিনি।২৪ জুলাই বৃহস্পতিবার বিকেলে সদরপুর উপজেলার চর নাসিরপুর ইউনিয়নে বিএনপির এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।এসময় তিনি আরও বলেন, আমার দল বিএনপি সরকার গঠন করলে সদরপুরের সাথে চর নাসিরপুর ও চরমানাইরের যোগাযোগ স্থাপন করতে আড়িয়াল খাঁ নদীর উপরে সেতু নির্মাণ করে দিবো৷সদরপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. ওমর ফারুকে সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ন-আহবায়ক কে. এম আবু সাঈদ, আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম (জুলফিকার), উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী, চর নাসিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সামসুদ্দিন মুন্সী, ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, যুগ্ম-সাধারণ সম্পাদক মোল্যা মো. জাওয়াদ, জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক মুন্সি জহুরুল হক, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. আসাদ মৃধা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোল্যা মো. সোহেল, ছাত্রদল নেতা তুষার মাহমুদ, রুমন মাতুব্বর, শাহ জালাল, নজরুল কবির নিরব, মশিউর রহমান মিঠু প্রমুখ।