নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের নির্ধারিত আটটি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। তবে ভোটের আগে স্বতন্ত্র প্যানেল সমর্থিত সহ সভাপতি (ভিপি) পদপ্রার্থী শামীম হোসেনকে ঘিরে নতুন বিতর্ক দেখা দিয়েছে।
৮ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ১১টার দিকে সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের পরিচালিত কয়েকটি টেলিগ্রাম চ্যানেলের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে, এসব চ্যানেল থেকে শামীমসহ কয়েকজন প্রার্থীকে জেতাতে সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে— ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) নির্বাচন। সবাইকে নিম্নোক্ত প্রার্থীদের সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আর এই তালিকা সোশ্যাল মিডিয়ায় এবং সন্দেহজনক কারো সঙ্গে শেয়ার করবেন না।”
তালিকায় ভিপি পদে শামীম হোসেন (ব্যালট নং ৪২) ছাড়াও জিএস পদে আরাফাত (ব্যালট নং ১), এজিএস পদে মো. জাবির আহমেদ জুবেল (ব্যালট নং ১৮), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মমিনুল ইসলাম বিধান (ব্যালট নং ১২), আন্তর্জাতিক সম্পাদক পদে মো. শাকিব মাহমুদ (ব্যালট নং ৯), ছাত্র পরিবহন সম্পাদক পদে মো. রাজিন হোসেন (ব্যালট নং ৮) এবং আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
এ নির্দেশনাগুলোর মধ্যে একটি পোস্ট করেছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কক্সবাজার রামু উপজেলা শাখার নেতা খালেকুজ্জামান খোকন। আরেকটি পোস্ট করেছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নেতা নিজাম উদ্দিন কিরণ।
এদিকে, সামাজিক মাধ্যমে ভিপি প্রার্থী শামীমের ‘ছাত্রলীগ সংশ্লিষ্টতা’র অভিযোগও নতুন করে সামনে আসতে শুরু করেছে। ফেসবুকে ছড়িয়ে পড়া নানা স্ক্রিনশটে তার অতীত রাজনৈতিক সম্পৃক্ততার কিছু প্রমাণ দেখা যাচ্ছে।
তবে এসব অভিযোগের বিষয়ে শামীম হোসেন বা তার নির্বাচনী ক্যাম্পেইনের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
অভিযোগের ব্যাপারে জানতে তাকে একাধিক ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available