অবৈধ কোনো যানবাহন মহাসড়কে চলতে পারবে না: বিআরটিএ চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: মহাসড়কে অবৈধ কোনো যানবাহন চলতে পারবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। শনিবার (২৫ অক্টোবর) রাতে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এমনটা জানান তিনি।পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত (নিহত/আহত) ৩২টি পরিবারের অনুকূলে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর উপলক্ষে ওই অনুষ্ঠানের যৌথ আয়োজন করে জেলা প্রশাসন ও বিআরটিএ’র পঞ্চগড় সার্কেল।অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, ‘মহাসড়কে অবৈধ কোনো যানবাহন চলতে পারবে না। এ ব্যাপারে পুলিশ, বিআরটিএসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। আমরা এ ব্যাপারে কঠোর আমি আবারো বলছি এ ব্যাপারে কঠোর অবস্থানে আছি।’তিনি বলেন, কোনো লক্কড়-ঝক্কড় গাড়ি মহাসড়কে আমরা চলতে দেবো না। এজন্য বিআরটিএ, প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। সরকারি গাড়িগুলোও ছাড় পাবে না। আমি বিআরটিসির গাড়িও ডাম্প করেছি।বিআরটিএ চেয়ারম্যান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে এটি আর্থিক সহায়তা। সড়ক দুর্ঘটনা কমানোর জন্য সরকার ব্যাপক পদক্ষেপ নিয়েছে। দেশে যে দুর্ঘটনা ঘটে মৃত্যুবরণ করছে তার ৩২ শতাংশই যুবক। যা জাতির জন্য হতাশার বিষয়। যেকোনো মূল্যে এই হার কমাতে হবে। সচেতনতাসহ দায়িত্বের বিষয়ে সজাগ থাকতে হবে। পরিবহনে আধুনিক প্রযুক্তিসহ লোকবল বৃদ্ধি করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম ইমাম রাজী টুলুর সঞ্চালনায় ও জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফরহাদ হোসেন, বাস মিনিবাস, কোচ মালিক সমিতির সভাপতি মতিয়ার রহমান, পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ২৬৪ এর সাধারণ সম্পাদক আকবর হোসেনসহ নিহত পরিবারের স্বজনেরা বক্তব্য রাখেন।এ সময় বিআরটিএ উপ-পরিচালক (প্রশাসন) মো. হেমায়েত উদ্দিন, পরিচালক (ইঞ্জি.) পার্কন চৌধুরী, অ.দা., রংপুর বিভাগ, মো. আনোয়ারুল কিবরিয়া, ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক তন্ময় কুমার ধর, পঞ্চগড় বিআরটিএ’র মোটরযান পরিদর্শক হিমাদ্রী ঘটক, নিহতের পরিবারের স্বজন, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।