চেক জালিয়াতির মামলায় রৌমারীতে আব্দুল মান্নান গ্রেফতার
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় চেক জালিয়াতির মামলায় আব্দুল মান্নান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।জানা গেছে, ২০২০ সালে ভাটার ইট সরবরাহের কথা বলে তিনি গ্রাহক জহুরুল ইসলামের কাছ থেকে ১০ লাখ ৮০ হাজার টাকা নেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও তিনি ইট সরবরাহ করেননি। পরে ২০২১ সালে টাকা বা ইট দিতে না পেরে তিনি গ্রাহককে একটি চেক প্রদান করেন। ব্যাংকে চেকটি জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ওই একাউন্টে কোনো টাকা নেই।এ ঘটনায় জহুরুল ইসলাম চেক জালিয়াতির মামলা দায়ের করেন। মামলাটির রায়ে আদালত আব্দুল মান্নানকে দোষী সাব্যস্ত করেন।গত ২৬ অক্টোবর ওই মামলার রায়ের পর ১২ নভেম্বর বুধবার বিকেল ৪টায় সময় তার নিজ ইটভাটা হাজিরহাট থেকে তাকে গ্রেফতার করে রৌমারী থানার পুলিশ৷ তার বাড়ি রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের ডাঙ্গুয়াপাড়া গ্রামে।রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, ‘আব্দুল মান্নান একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে গ্রেফতার করা হয়েছে।’ভুক্তভোগী জহুরুল ইসলাম বলেন, ‘আব্দুল মান্নান একজন প্রতারক। দীর্ঘ পাঁচ বছর ধরে আমার টাকা দিয়ে ব্যবসা করছে, কিন্তু টাকা ফেরত দেয়নি। সে অনেক মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছে। তার নামে দশটিরও বেশি মামলা রয়েছে। আমি আমার টাকা ও তার শাস্তি কামনা করছি।’