• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ০২:০৬:৪৩ (17-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ০২:০৬:৪৩ (17-May-2024)
  • - ৩৩° সে:

কুমিল্লা সিটি করপোরেশন অংকনশালায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

কুমিল্লা প্রতিনিধি: ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।১৭ মার্চ রোববার দুপুর ২টায় কুমিল্লা মহানগরীর নগর উদ্যানস্থিত সিটি করপোরেশন অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের আয়োজনে নগর উদ্যানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের চারটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার ১২ জন প্রতিযোগিতার মাঝে সম্মাননা স্মারক তুলে দেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নুরুর রহমান। এতে সভাপতিত্ব করেন সিটি করপোরেশন অংকনশালা ও শিল্প চর্চা কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ শাহিন।এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির রিক্রিয়েশন সাব কমিটির দুই বারের সদস্য অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার, কবি নজরুল ইন্সটিটিউট, কুমিল্লার অনুষ্ঠান সংগঠক মো. আল-আমিন প্রমুখ।এতে আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশন অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের প্রায় শতাধিক কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।