• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে পৌষ ১৪৩২ সকাল ১১:০৯:৫৮ (07-Jan-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে প্রবাসী মাহবুব হত্যা, আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

১৮ নভেম্বর ২০২৫ দুপুর ০২:০৪:১০

ঝিনাইদহে প্রবাসী মাহবুব হত্যা, আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ প্রবাসী মাহবুব হোসেন হত্যা মামলায় আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

Ad

১৮ নভেম্বর মঙ্গলবার সকালে সদর উপজেলার কালা গ্রামে ঝিনাইদহ-মাগুরা সড়কে এ মানববন্ধনের করে এলাকাবাসী।

Ad
Ad

এতে ব্যানার ফেস্টুন নিয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধনে নিহতের পিতা সাব্দার বিশ্বাস, ভাই রুবেল হোসেন, স্ত্রী শম্পা খাতুন, খালা ছবেদা খাতুন, পদ্মাকর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আতিক হোসেন মল্লিক, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহন জমাদ্দার, পদ্মাকর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামসহ এলাকাবাসী বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, প্রবাসী মাহবুব হোসেন হত্যার ৪ দিন পেরিয়ে গেলেও মাত্র ১ জন আসামি গ্রেফতার হয়েছে। বক্তারা দ্রুত বাকি আসামিদের গ্রেফতারের দাবি জানান। গত শনিবার সকালে সদর উপজেলার কালা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন কম্বোডিয়া প্রবাসী মাহাবুবকে কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় রোববার রাতে নিহতের ভাই রুবেল হোসেন বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us