ঘোড়াঘাটে ব্যবসায়ীর গোয়ালঘর থেকে ৫টি গরু চুরি
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে গরু ব্যবসায়ীর গোয়ালঘর থেকে রাতের আঁধারে পাঁচটি গরু চুরি হয়েছে।২১ এপ্রিল সোমবার রাতে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বরাতীপুর গ্রামের সাবাতুল্লাহ'র ছেলে আজাবুদ্দিনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। চুরি হয়ে যাওয়া ৫টি গরুর আনুমানিক বাজার মূল্য সাড়ে ৪ লাখ টাকা।জানা যায়, আজাবুদ্দিন একজন গরু ব্যবসায়ী। তিনি বিভিন্ন এলাকা থেকে গরু ক্রয় করে বিভিন্ন হাটে বিক্রি করেন। প্রতিদিনের ন্যায় সোমবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে দেখতে পান গোয়াল ঘরের দরজার তালা ভাঙ্গা। রাতের কোনো এক সময় গোয়াল ঘরের তালা ভেঙে ৫টি গরু চুরি করে নিয়ে গেছে চোর চক্র।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) নাজমুল হক জানান, ‘আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্তের জন্য অফিসার নিয়োগ করা হয়েছে এবং চুরি হওয়া গরু উদ্ধারের চেষ্টা চলছে।’